ধান না পেয়ে দিশাহারা কৃষক

প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৪ নভেম্বর ২০২৫ আপডেট: ০২:২৩ পিএম, ০৪ নভেম্বর ২০২৫

ধানের বীজ রোপণের পরই চারা গাছে ধরেছে শীষ। স্বল্প সময়ে ধানের ফলন আসায় কৃষিতে বিপ্লব হওয়ার কথা থাকলেও, সেটাই কাল হয়েছে কৃষকের কপালে। নিম্নমানের ধানের বীজে আগেই চারা গাছে শীষ ধরায় এ বছর ধানের ফলন কমে গেছে আশঙ্কাজনকভাবে। এতে ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। ছবি: নুরুল আহাদ অনিক