আজ শ্রীকান্ত কিদাম্বির জন্মদিন
ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় শ্রীকান্ত কিদাম্বির জন্মদিন আজ। ১৯৯৩ সালের এই দিনে অন্ধ্রপ্রদেশের গুন্টুর এ জন্ম তার। ছবি: শ্রীকান্ত কিদাম্বির ফেসবুক থেকে
-
শ্রীকান্তের বাবা কে ভি কিদাম্বি একজন জমিদার ছিলেন। আর মা রাধা গৃহবধূ।
-
আইল অফ মান এ ২০১১ যুব কমনওয়েলথ গেমস এ শ্রীকান্ত মিক্সড ডাবলস এ রৌপপদক এবং ডাবলস এ ব্রোঞ্জ পদক লাভ করেন।
-
তিনি পুনেতে অল ইন্ডিয়া জুনিয়ার ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিঙ্গেলস এবং ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হন।
-
২০১২ সালে এশিয়া মালয়েশিয়া মালদ্বীপ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ এ তৎকালীন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন জুলফাদি জুলকিফফ্লিকে পরাজিত করে পুরুষ সিঙ্গেলস খেতাব জেতেন।
-
২০১৩ সালে থাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রী গোল্ড প্রতিযোগীতায় শ্রীকান্ত তৎকালীন বিশ্ব ক্রমপর্যায়ে ৮ নম্বরে থাকা এবং স্থানীয় ফেভারিট খেলোয়াড় বুনশাক পনসানাকে স্ট্রেট সেটে হারিয়ে পুরুষদের সিঙ্গেলস বিভাগে খেতাব জেতেন।
-
২০১৪ চীন ওপেন সুপার সিরিজ প্রিমিয়ারের ফাইনালে লিন ড্যানকে ২১-১৯, ২১-১৭ পয়েন্টে হারিয়ে তিনি প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে সুপার সিরিজ প্রিমিয়ার খেতাব জেতেন।
-
আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বিশব র্যাংকিং ১১ করে বর্তমানে ভারতীয় পুরুষ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছেন শ্রীকান্ত।