ঘাম ও সাহসে গড়া নাম জন সিনা

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ আপডেট: ০৫:১৯ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

রিংয়ের মাঝে যে নামটি উচ্চারিত হওয়া মাত্র হাজারো কণ্ঠে ধ্বনি ওঠে ‘লেটস গো সিনা’। এই নাম শুধুই একজন রেসলারের নয়, সে এক প্রতীক। যার জীবন কেবল মঞ্চের চমক নয় বরং বাস্তব এক যুদ্ধ; যেখানে ঘাম ঝরে প্রতিটি পদক্ষেপে, আর সাহস দাঁড়িয়ে থাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি। বলছি জনপ্রিয় রেসলার, অভিনেতা, এবং মোটিভেশনাল ব্যক্তিত্ব জন সিনার কথা। আজ তার জন্মদিন। ছবি: ফেসবুক থেকে