ঘাম ও সাহসে গড়া নাম জন সিনা
রিংয়ের মাঝে যে নামটি উচ্চারিত হওয়া মাত্র হাজারো কণ্ঠে ধ্বনি ওঠে ‘লেটস গো সিনা’। এই নাম শুধুই একজন রেসলারের নয়, সে এক প্রতীক। যার জীবন কেবল মঞ্চের চমক নয় বরং বাস্তব এক যুদ্ধ; যেখানে ঘাম ঝরে প্রতিটি পদক্ষেপে, আর সাহস দাঁড়িয়ে থাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি। বলছি জনপ্রিয় রেসলার, অভিনেতা, এবং মোটিভেশনাল ব্যক্তিত্ব জন সিনার কথা। আজ তার জন্মদিন। ছবি: ফেসবুক থেকে
-
১৯৭৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্ম তার।
-
‘নেভার গিভ আপ’ এই কথাটা শুধুমাত্র স্লোগান নয়, এটা জন সিনার জীবনের মূলমন্ত্র। যে পথে তিনি এসেছেন সেখানে ছিল অগণিত বাধা, কটাক্ষ, ইনজুরি, হার; কিন্তু তিনি কখনও পিছু হটেননি।
-
রিংয়ের বাইরে যেমন হাস্যরস আর শিশুদের প্রতি তার মমতা, তেমনি রিংয়ের ভেতরে তিনি এক রণদেবতা। প্রতিটি ম্যাচে তিনি দেখিয়েছেন শুধু পেশির বল নয়, আত্মবিশ্বাসই একজনকে নায়ক করে তোলে।
-
জন সিনা শুধুই একজন রেসলার নন, তিনি সফল অভিনেতা, হিউমরিস্ট, মোটিভেশনাল ফিগার।
-
‘পিসমেকার’-এর মতো চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, তার প্রতিভা শুধু মাটিতে কুস্তি করা পর্যন্ত সীমাবদ্ধ নয়।