এনবিএ’র তারকা থেকে ক্লিপার্সের নেতা পল জর্জ
আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় পল জর্জের জন্মদিন আজ। ১৯৯০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের পামডেল, ক্যালিফোর্নিয়ায় জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
বর্তমানে লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে পরিচিত এই তারকা, এনবিএ’র মঞ্চে তার অসাধারণ প্রতিভা ও নেতৃত্বগুণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
-
পল জর্জের পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালে, যখন তিনি ইন্ডিয়ানা পেসার্স দলের হয়ে এনবিএতে প্রবেশ করেন। তার পরবর্তী কয়েকটি মৌসুমে তিনি পেসার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে, দলের মূল স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
-
২০১৭ সালে পল জর্জ ও কেভিন ডুরান্টের মতো তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত ওকলাহোমা সিটি থান্ডারের দলটি শক্তিশালী হয়ে ওঠে। তবে ২০১৯ সালে পল জর্জ লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সে যোগদান করেন, যেখানে তিনি কাওই লিওনার্ডের সঙ্গে জুটি বেঁধে দলের নেতৃত্ব দেন।
-
পল জর্জের খেলার ধরন অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি একজন দক্ষ স্কোরার, রিবাউন্ডার ও ডিফেন্ডার।
-
তার ‘প্লে অফ পল’ খ্যাতি, বিশেষ করে প্লে-অফ ম্যাচগুলোতে তার পারফরম্যান্স তাকে এনবিএর অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।