টেনিস ইতিহাসের এক নিখুঁত যোদ্ধা জোকোভিচ

প্রকাশিত: ০১:১৭ পিএম, ২২ মে ২০২৫ আপডেট: ০১:১৭ পিএম, ২২ মে ২০২৫

একটা সময় ছিল, যখন রজার ফেদেরার আর রাফায়েল নাদালের দ্বৈরথে মেতে থাকত টেনিস বিশ্ব। তারা যেন টেনিসের জগতের অপ্রতিরোধ্য দুই রাজা। ঠিক তখনই টেনিস আঙিনায় আবির্ভাব ঘটল এক তরুণের, যিনি ধীরে ধীরে রাজসিংহাসনের তৃতীয় দাবিদার হয়ে উঠলেন। সময়ের সঙ্গে শুধু দাবিদার নয়, ইতিহাসের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বলছি নোভাক জোকোভিচের কথা। ছবি: ফেসবুক থেকে