নারী শক্তির প্রতীক, রিংয়ের জাদুকরী জেড কারগিল

প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৩ জুন ২০২৫ আপডেট: ০১:১৪ পিএম, ০৩ জুন ২০২৫

মঞ্চে ঢুকলেই চারদিক থমকে যায়। দর্শকরা মুহূর্তেই চিৎকারে ফেটে পড়ে। তার উপস্থিতিতে যেন নারীদের আত্মবিশ্বাস আরও একধাপ উঁচুতে উঠে যায়। বলছি জেড কারগিলের কথা। রেসলিং রিংয়ে তার নাম মানেই বিদ্যুৎ গতির আঘাত, দমবন্ধ করা দৃঢ়তা আর নারীত্বের বিজয়গাথা। ছবি: ফেসবুক থেকে