টেনিস কোর্টের রাজকন্যা, গ্ল্যামার দুনিয়ার তারকা আন্না কুর্নিকোভা
রাশিয়ার মস্কো শহরে জন্ম নেওয়া এক মেয়ে একদিন বিশ্ব টেনিসের আলোচিত নাম হয়ে উঠবেন তা কেউ কখনো কল্পনাও করেননি। তার নাম আন্না সের্গেয়েভনা কুর্নিকোভা। তবে বিশ্ব তাকে চেনে আন্না কুর্নিকোভা নামেই। খেলোয়াড় হিসেবে হয়তো তিনি গ্র্যান্ড স্ল্যাম জেতেননি, কিন্তু খ্যাতি, সৌন্দর্য, স্টাইল আর গ্ল্যামারে তিনি ছাপিয়ে গেছেন বহু চ্যাম্পিয়নকেও। ছবি: তারকার ফেসবুক থেকে
-
১৯৮১ সালের এই দিনে জন্ম নেওয়া আন্নার বেড়ে ওঠা হয় এক খেলোয়াড় পরিবারে। তার মা এলেনা ছিলেন পেশাদার র্যানার, আর বাবা ছিলেন ক্রীড়াবিদ ও পেশায় অধ্যাপক।
-
মাত্র ৫ বছর বয়সে প্রথম টেনিস র্যাকেট হাতে নেন তিনি। ৯ বছর বয়সেই তিনি প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং ‘নিক বলেটিয়েরি টেনিস একাডেমি’-তে ভর্তি হন, যেখানে থেকে আন্দ্রে আগাসি, মারিয়া শারাপোভা’র মতো কিংবদন্তিরা উঠে এসেছেন।
-
১৯৯৫ সালে মাত্র ১৪ বছর বয়সে আন্না কুর্নিকোভা পেশাদার টেনিসে পা রাখেন। ১৯৯৬ সালে উইম্বলডনে একটানা তিন রাউন্ড জিতে তিনি সবার নজর কাড়েন। ১৯৯৭ সালে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠার মাধ্যমে বোঝা যায়, তার মধ্যে রয়েছে বিশাল সম্ভাবনা।
-
তার সবচেয়ে উজ্জ্বল সময় আসে ১৯৯৮-২০০০ সালের মধ্যে। এই সময় তিনি ডাবলস ক্যাটাগরিতে মার্কিন তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধেন। এই যুগল জুটি জেতে দুইবার অস্ট্রেলিয়ান ওপেন (১৯৯৯ ও ২০০২), এবং বছরের এক নম্বর ডাবলস র্যাংকিংয়ে ওঠেন। তার সর্বোচ্চ সিঙ্গেলস র্যাংকিং ছিল ৮, যা তিনি অর্জন করেন ২০০০ সালে।
-
আন্নার জনপ্রিয়তা শুধু কোর্টেই সীমাবদ্ধ ছিল না। তার সৌন্দর্য, ক্যারিশমা, ফ্যাশন সেন্স, আর মিডিয়ায় উপস্থিতি তাকে করে তোলে এক গ্ল্যামার আইকন। তিনি টাইম, স্পোর্টস ইলাস্ট্রেটেড, ম্যাক্সিম, এফএইচএম-এর মতো নামকরা ম্যাগাজিনের কাভারে জায়গা করে নেন।
-
তিনি হয়েছিলেন সেই বিরল খেলোয়াড়, যিনি কখনো কোনো সিঙ্গেলস টুর্নামেন্ট না জিতেও বিশ্বের সবচেয়ে সার্চকরা ক্রীড়াবিদের একজন। তার স্টাইল, সৌন্দর্য, ও আত্মবিশ্বাস তাকে বিশ্বজুড়ে এনে দেয় পপ-স্টারদের সমান খ্যাতি।