টেনিস কোর্টের রাজকন্যা, গ্ল্যামার দুনিয়ার তারকা আন্না কুর্নিকোভা

প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৭ জুন ২০২৫ আপডেট: ০৪:২৯ পিএম, ০৭ জুন ২০২৫

রাশিয়ার মস্কো শহরে জন্ম নেওয়া এক মেয়ে একদিন বিশ্ব টেনিসের আলোচিত নাম হয়ে উঠবেন তা কেউ কখনো কল্পনাও করেননি। তার নাম আন্না সের্গেয়েভনা কুর্নিকোভা। তবে বিশ্ব তাকে চেনে আন্না কুর্নিকোভা নামেই। খেলোয়াড় হিসেবে হয়তো তিনি গ্র্যান্ড স্ল্যাম জেতেননি, কিন্তু খ্যাতি, সৌন্দর্য, স্টাইল আর গ্ল্যামারে তিনি ছাপিয়ে গেছেন বহু চ্যাম্পিয়নকেও। ছবি: তারকার ফেসবুক থেকে