ছবিতে পাকিস্তানি ক্রিকেটারদের স্টাইলিশ স্ত্রীরা
ক্রিকেট শুধু ব্যাট-বল নয়, এখন এটি স্টাইল, গ্ল্যামার আর জনপ্রিয়তার মিশ্রণ। বিশেষ করে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। মাঠের বাইরেও তাদের জীবন রঙিন, আলোয় ভরা। আর সেই আলো ছড়ানোর পেছনে রয়েছেন তাদের স্টাইলিশ স্ত্রী ও প্রেমিকারা-যারা কখনও মিডিয়ার সামনে, কখনও সোশ্যাল মিডিয়ায় হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানি ক্রিকেটারদের সেই রূপসী, আধুনিক ও প্রভাবশালী সঙ্গিনীদের-যাদের উপস্থিতি ক্রিকেটের বাইরেও ভক্তদের মুগ্ধ করে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
শোয়েব মালিক: এক সময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। দুই দেশের সীমারেখা পেরিয়ে ভালোবাসার গল্প লিখেছিলেন তারা। ২০১০ সালে শোয়েব মালিক ও সানিয়া মির্জা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সানিয়া শুধু সৌন্দর্যে নয়, নিজের ক্যারিয়ারের সাফল্যেও ভক্তদের অনুপ্রেরণা।
-
তবে এই আলোচিত জুটির পথ আলাদা হয়ে যায় ২০২৩ সালে। এরপর ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক।
-
শাহিদ আফ্রিদি: ‘বুম বুম’ আফ্রিদি যেমন মাঠে আগুন ঝরিয়েছেন, তেমনি ব্যক্তিজীবনে ছিলেন শান্ত ও পারিবারিক মানুষ। তার স্ত্রী নাতাশা হুসাইন (কিছু সূত্রে নাদিয়া আফ্রিদি নামে পরিচিত) সবসময় মিডিয়া এড়িয়ে চলেন।
-
হাসান আলী: ২০১৯ সালে পাকিস্তানের পেসার হাসান আলী বিয়ে করেন ভারতীয় এয়ার হোস্টেস সামিয়া আরজু আফজালকে। দুই দেশের ভিন্ন সংস্কৃতি মিলিয়েও এ দম্পতি আজ অনুপ্রেরণার উদাহরণ।
-
সারফরাজ আহমেদ: ক্রিকেটার সারফরাজ আহমেদ মাঠে যতটা সিরিয়াস, পারিবারিক জীবনে ততটাই আবেগপ্রবণ। স্ত্রী মুনিবা মাযার সবসময় তার পাশে থেকেছেন নিঃশব্দে। মুনিবার ফ্যাশন সাদামাটা হলেও অনিন্দ্য সুন্দর।
-
শাহীন শাহ আফরিদি: তরুণ পেস সেনসেশন শাহীন শাহ আফরিদি শুধু বলের গতিতেই নয়, প্রেমের ক্ষেত্রেও দেখিয়েছেন পরিপক্কতা। তিনি বিয়ে করেছেন কিংবদন্তি শাহিদ আফ্রিদির মেয়ে হিনা আফরিদিকে।
-
ওয়াহাব রিয়াজ: পেসার ওয়াহাব রিয়াজ মাঠে যতটা তেজি, সংসারে ততটাই রোমান্টিক। তার স্ত্রী নাতাশা খাকওয়ানি পাকিস্তানের অন্যতম স্টাইলিশ ক্রিকেটার স্ত্রী হিসেবে পরিচিত। নাতাশা ফ্যাশন ও ডিজাইনের সঙ্গে জড়িত। বিভিন্ন অনুষ্ঠানে তার পোশাক, সাজসজ্জা ও আত্মবিশ্বাস ভক্তদের নজর কাড়ে।
-
আজহার আলি: সাবেক অধিনায়ক আজহার আলি মাঠে যতটা সংযত, পারিবারিক জীবনে ততটাই উষ্ণ। তার স্ত্রী জাভেরিয়া ইকবাল একেবারে মিডিয়া-লাজুক মানুষ।
-
ইমাদ ওয়াসিম: অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বিয়ে করেন ব্রিটিশ-পাকিস্তানি মডেল আমনা ওয়াসিমকে। এই দম্পতি সবসময়ই ফ্যাশন সচেতন ও আধুনিক জীবনের প্রতীক হিসেবে পরিচিত।
-
হারিস রউফ: ২০২৩ সালে পাকিস্তানের গতি তারকা হারিস রউফ বিয়ে করেন তার স্কুলের বন্ধু সানা রুবাবকে। তাদের প্রেমের গল্প যেন সিনেমার মতো, বন্ধুত্ব থেকে বিয়ে।