শুভ জন্মদিন শ্রীবৎস
ভারতীয় ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীর জন্মদিন আজ। ১৯৮৯ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
মাত্র ১১ বছর বয়সে খেলার দুনিয়ায় পা রাখেন শ্রীবৎস। ২০০৭ সালে অনূর্ধ্ব ১৯ বাংলা টিমের জন্য তিনি মনোনীত হন।
-
২০০৮ সালেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় প্রতিযোগিতায় ভারতীয় দলে তিনি ডাক পান। এই প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৭ এবং বাংলাদেশের বিপক্ষে ১০৩ রান এর অসামান্য দুটি ইনিংস খেলেন।
-
এমনকি ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতীয় দলে সুযোগ পান। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়, শ্রীবৎস গোস্বামী এই প্রতিযোগিতায় দুটি অর্ধশতরান করেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডর বিরুদ্ধে ৫১ রান এর ইনিংসটির জন্য সবার কাছে প্রশংসিত হন তিনি।
-
আইপিএলে শ্রীবৎস গোস্বামী প্রথম তিন বছর রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরের হয়ে খেলেন। এরপর পর্যায়ক্রমে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতিনিধিত্ব করেন।