জন্মদিনে ফিরে দেখুন রাহানের মাইলফলক ইনিংসগুলো
ভারতীয় ক্রিকেটে ভদ্রতা, ধৈর্য আর নান্দনিক ব্যাটিংয়ের কথা আসলে সবার প্রথমে থাকবে অজিঙ্কা রাহানের নাম। টেস্ট ক্রিকেটে ভারতের নির্ভরযোগ্য ব্যাটারদের একজন এই ডানহাতি, যিনি ব্যাট হাতে যেমন ক্লাসিক, তেমনি কঠিন সময়ে দলের জন্য হয়ে উঠেছেন ভরসার অন্য নাম। আজ তার জন্মদিন। ছবি: ফেসবুক থেকে
-
১৯৮৮ সালে ভারতের মহারাষ্ট্রে তার জন্ম। ডানহাতি এই ব্যাটারের পুরো নাম অজিঙ্কা মধুকর রাহানে।
-
বিরাট কোহলি যখন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তখন নেতৃত্ব রাহানের কাঁধে। আগের ম্যাচে লজ্জার ৩৬ অলআউটের রেশ কাটিয়ে দিতে নেতৃত্বে থাকা রাহানে করলেন অনন্য এক ইনিংস; ১১২ রান করে দলকে এগিয়ে নিলেন। তার ওই ইনিংসের স্থিরতা আর নেতৃত্ব ভারতকে জিততে সাহায্য করেছিল। এ ইনিংসকে অনেকেই মনে করেন তার ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ পারফরম্যান্স।
-
ভারতে টেস্ট সিরিজে রাহানে বরাবরই ধারাবাহিক। সেই প্রমাণ মিলেছিল ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তৃতীয় টেস্টে রাহানে তুলে নেন ক্যারিয়ারসেরা ১৮৮ রান, যা তাকে আরও একধাপ ওপরে নিয়ে যায়।
-
টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে শতরান, তাও আবার ক্রিকেটের মক্কা লর্ডসে; এটা প্রতিটি ব্যাটারের স্বপ্ন। রাহানে সেই স্বপ্ন পূরণ করেন ২০১৪ সালে। চ্যালেঞ্জিং কন্ডিশনে তার ১০৩ রানের ইনিংস ছিল ঐতিহাসিক এবং ভারতকে জয়ের দিকে নিয়ে যাওয়ার মূল ভিত্তি।
-
শুধু শতরান নয়, কখনো কখনো কম রানের ইনিংসও হয় ম্যাচের ভাগ্য বদলের চাবিকাঠি। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তার ৮৯ রানের ইনিংস ছিল ভারতের প্রথম ইনিংসে স্থিতিশীলতা এনে দেওয়া এক লড়াকু প্রয়াস।