শুভ জন্মদিন অফ-স্পিনের কিংবদন্তি হারভজন সিং
৩ জুলাই মানেই ভারতের ক্রিকেট ভক্তদের ক্যালেন্ডারে একটি বিশেষ দিন। পাগড়ির নীচে তীক্ষ্ণ দৃষ্টি, ডান‑হাতে ভয়ংকর ক্যারম বল আর বুকভরা আত্মবিশ্বাস নিয়ে যিনি এক সময় প্রতিপক্ষকে আতঙ্কিত করেছেন, সেই হারভজন সিং‑এর জন্মদিন। ৪৫‑এ পা দিলেন ‘ভাজ্জি’, ‘টার্বিনেটর’, কিংবা পাঞ্জাবের ‘পুডি’ -নাম যেমনই হোক, গল্পটা সব সময়ই রঙিন। আজকের গ্যালারিতে আমরা খুঁজব সেই রঙের শেকড়; জালন্ধরের মাটিতে জন্ম নেওয়া এক সর্দার ছেলে কীভাবে ভারতের অন্যতম সফল অফ‑স্পিনার, আইকনিক আইপিএল তারকা, বিতর্কের চরিত্র এবং অবশেষে রাজ্যসভার সংসদ‑সদস্যে রূপ নিলেন। ছবি: ফেসবুক থেকে
-
১৯৮০ সালের এই দিনে ভারতের পাঞ্জাবে তার জন্ম। ছোটবেলা থেকেই ক্রিকেটকে ভালোবাসতেন তিনি। কিশোর বয়সে কোচ দবিন্দর আর্জুনার তত্ত্বাবধানে ঘণ্টার পর ঘণ্টা নেট প্র্যাকটিস, তখনও কেউ জানত না, এই ‘ভুট্টি’ই একদিন ভারতকে টেস্ট সিরিজ জেতাবে।
-
১৭ বছর বয়সে জাতীয় দলে অভিষেক, আর মাত্র দুই বছর পর ২০০১ এর ঐতিহাসিক কলকাতা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাট-ট্রিক। শুধু তাই নয়, ভারতের প্রথম টেস্ট হ্যাট‑ট্রিকার হারভজন সিং।
-
কাপিল দেবের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তিনি। ১০৩ ম্যাচে ৪১৭ উইকেট শিকার করেছেন হারভজন।
-
২০১১ বিশ্বকাপ জয়ী দলের নির্ভরতার আরেক নাম ছিল হারভজন। এমনকি ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭) এর নায়কদের একজন তিনি।
-
মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তিন তিনটি শিরোপা, পরে সিএসকে ও কেকেআরের হয়েও দাপুটে উপস্থিতি। এই পরিসংখ্যানগুলো কেবল সংখ্যাই নয়, ভারতীয় স্পিনের অভিধান বদলে দেওয়া এক অধ্যায়।
-
ব্যক্তিত্বে স্বতঃস্ফূর্ত, মাঠে আগ্রাসী; ফলে শিরোনাম থেকেছে বিতর্কেও। ২০০৮‑এ অ্যান্ড্রু সাইমন্ডস ঘটনা, একই বছর আইপিএলে শ্রীশান্তকে সবার সামনে চড়, ভারতীয় ক্রিকেটের নথিতেই আলাদা কলমে লেখা হয়েছিল। সেই হারভজনই আজ নিজের ভুল স্বীকার করেন, অনুতপ্ত, তবু বিতর্ক যেন পিছু ছাড়ে না।
-
চলতি আইপিএল ২০২৫ এ জোফ্রা আর্চারকে ‘কালো ট্যাক্সি’র সঙ্গে তুলনা করে ‘রেসিজম’ আলোচনার কেন্দ্রে ভক্ত ও সমালোচক দুই শিবিরে তোলপাড়। মাত্র এক মাস আগে ধোনি-কোহলি অনুরাগীদের মধ্যেও ‘রিয়েল ফ্যান’ মন্তব্যে নতুন দাঙ্গা; ‘দেশদ্রোহী ধোনি’ বনাম ‘ন্যাশনাল শ্যেম কোহলি’ হ্যাশট্যাগ-এতটাই উত্তপ্ত যে খেলার আনন্দও হারিয়ে যায়।
-
ক্রিকেট ব্যাট ঝুলিয়ে ২০২২ এ আম আদমি পার্টি তাকে মনোনীত করে রাজ্যসভায় পাঠায়; প্রথম দিনেই পাগড়ি পরা এই তারকা পাঞ্জাবি ভাষায় শপথ নেন। এরপর জানালেন, রাজ্যসভা থেকে পাওয়া সমস্ত বেতন কৃষক কন্যাদের শিক্ষায় দান করবেন।
-
বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে প্রেম, দীর্ঘদিন লুকিয়ে রাখা সম্পর্কের শুভ পরিণতি ২০১৫। মেয়ে হিনায়া হীর (২০১৬) ও ছেলে জোভান বীর (২০২১)।