দাদার ব্যাটে বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের মানচিত্র

প্রকাশিত: ১১:৩০ এএম, ০৮ জুলাই ২০২৫ আপডেট: ১১:৩০ এএম, ০৮ জুলাই ২০২৫

২০০০ সালে ম্যাচ-ফিক্সিং কেলেঙ্কারির দায়ে ধস নেমেছিল ভারতীয় ক্রিকেটে। সেই অন্ধকার থেকে নির্ভীকতার আলো জ্বালালেন এক তরুণ যার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সেই সময় হাল ধরলেন নতুন পুরস্কারী জেনারেশনের দিকে। তার আক্রমণাত্মক কঠিন মনোভাব ভারতীয় ক্রিকেটকে এক পুরনো খেয়ালে পৌঁছে দিল; আহ্লাদকর, পরাজিত নয়, বরং চ্যালেঞ্জের জন্য তৈরি। আজ সেই কিংবদন্তীর জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে কলকাতায় তার জন্ম। ছবি: ইনস্টাগ্রাম থেকে