দাদার ব্যাটে বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের মানচিত্র
২০০০ সালে ম্যাচ-ফিক্সিং কেলেঙ্কারির দায়ে ধস নেমেছিল ভারতীয় ক্রিকেটে। সেই অন্ধকার থেকে নির্ভীকতার আলো জ্বালালেন এক তরুণ যার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সেই সময় হাল ধরলেন নতুন পুরস্কারী জেনারেশনের দিকে। তার আক্রমণাত্মক কঠিন মনোভাব ভারতীয় ক্রিকেটকে এক পুরনো খেয়ালে পৌঁছে দিল; আহ্লাদকর, পরাজিত নয়, বরং চ্যালেঞ্জের জন্য তৈরি। আজ সেই কিংবদন্তীর জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে কলকাতায় তার জন্ম। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
‘দাদা’ তার খেলোয়াড়দের ভয় মুক্ত করে দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন ব্যক্তি খুঁত নয়, মনোবল নির্মাণেই জয়-এই ভাবেই তৈরি হলো যেকোনো স্ট্রাইকের মোকাবিলা করতে অভ্যস্ত ভারতীয় দল। তার নেতৃত্বে বড় স্বপ্ন দেখেছিলেন সে যুব ক্রিকেটাররা।
-
গঙ্গোপাধ্যায়ের টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের মাঠে ১৯৯৬ সালে লর্ডসে, ওখানেই তিনি সেঞ্চুরির দেখা পান।
-
শুধু ডেবিউতে নয়, পরের ম্যাচ ট্রেন্ট ব্রিজে ফের শতরান, দুটি ইনিংসে সেঞ্চুরি করলেন-তিনজনের মধ্যে একজন হিসেবে জায়গা পাকাপোক্ত।
-
২০০০ সালের ‘ম্যাচ‑ফিক্সিং’ কেলেঙ্কারির সময়ে তিনি দায়িত্ব গ্রহণ করে ভারতীয় ক্রিকেটে ফিরিয়ে আনেন স্বপ্রত্যয় ও দায়িত্ববোধ।
-
২০০২ নেটওয়েস্ট ফাইনালে লর্ডসে ভারতের জয় উদযাপনের সময় শার্ট খুলে তিনি বাঙালি ‘দিদার’ মতো তুলে ধরলেন; যা ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় দৃশ্য।
-
গঙ্গোপাধ্যায় ‘ব্যক্তিগত বুদ্ধির চেয়ে দলবদ্ধতা’ প্রথমে বিশ্বাস করতেন, যা পরে বহু আন্তর্জাতিক জয় এনে দিয়েছে।
-
সৌরভ গঙ্গোপাধ্যায় মানে শুধুই ক্রিকেট নয়; তিনি আত্মবিশ্বাস, সংগ্রাম ও নেতৃত্বের চিত্র।