বিশেষ দিনে ফিরে দেখুন সুনীল গাওস্কারের একগুচ্ছ রেকর্ড
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক ও কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৯ সালের এই দিনে তার জন্ম। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
১৯৭১ সালের ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।
-
খেলোয়াড়ি জীবনের ১৫ বছর ৩৬২ দিনের মাথায় বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৯৮৭সালের ৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ইজাজ ফাকিহ’র বলে লেট কাটের মাধ্যমে ব্যক্তিগত ৫৮ রানের সময় এ সম্মাননা অর্জন করেন।
-
এই মাইলফলক অর্জনের জন্য ১২৪ টেস্টের ২১২ ইনিংস খেলতে হয়েছে তাকে। গাভাস্কারের ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার ছয় বছর ও ১৩৬ টেস্ট পর ১৯৯৩ সালের ২ জানুয়ারি দ্বিতীয় ব্যাটার হিসেবে অ্যালান বর্ডার ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
-
১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের সদস্য হয়ে তিনি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয় করেন।
-
সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার অনেক ব্যাটিং রেকর্ড ভাঙার জন্য পরিচিত ছিলেন এবং ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম প্রধান ভিত্তি ছিলেন, যার ওপর দল অনেক বেশি নির্ভর করত। তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটার হিসেবে ধরা হয়। তিনি সর্বাধিক সংখ্যক টেস্ট রান ও সেঞ্চুরি নিয়ে খেলোয়াড়ি জীবন শেষ করেন।
-
গাভাস্কার ভারতের হয়ে ১২৫টি টেস্ট খেলেছেন। ৫১.১২ গড়ে ১০ হাজার ১১২ রান সংগ্রহ করেছেন।
-
টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম ব্যক্তি যিনি ১০ হাজার রান পেরিয়েছেন।
-
দীর্ঘ সময়ে তিনি টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটি ধরে রেখেছিলেন, যা পরে শচীন টেন্ডুলকার ভেঙেছিলেন। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ছিল ২৩৬।