রোরি বার্নসের জন্মদিনে জানুন তার অজানা কিছু তথ্য
ক্রিকেট বিশ্বের এমন কিছু মুখ আছে যাদের গল্প শুধু ব্যাট-বলের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। ইংল্যান্ডের জাতীয় দলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আলো ছড়ানো রোরি জোসেফ বার্নস তাদেরই একজন। ১৯৯০ সালের এই দিনে জন্ম নেওয়া রোরির যাত্রা সাধারণ কোনো ক্রীড়াবিদের মতো নয়। ব্যাটিং স্টাইল, অধ্যবসায়, নেতৃত্বগুণ-সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন ইংলিশ ক্রিকেটের এক অনন্য অধ্যায়। বিশেষ এই দিনে চলুন জেনে নেই কিছু অজানা তথ্য এবং তার জীবনের অনুপ্রেরণামূলক গল্প। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
রোরি বার্নস জন্ম ইংল্যান্ডের সাররের ইপসম শহরে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার গভীর ভালোবাসা ছিল, তবে ক্রিকেটই হয়ে ওঠে জীবনের মূল আবেগ। তিনি সিটি অফ লন্ডন ফ্রিম্যান’স স্কুল এবং পরে হোয়াইটগিফট স্কুল এ পড়াশোনা করেন। মজার ব্যাপার হলো, হোয়াইটগিফট স্কুলে তিনি খেলেছিলেন ইংল্যান্ডের আরেক তারকা ক্রিকেটার জেসন রয়-এর সঙ্গে।
-
শুধু পড়াশোনাতেই নয়, খেলায়ও তিনি নিয়মিত উন্নতি করছিলেন। পরবর্তীতে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তার একাডেমিক জার্নি প্রমাণ করে, খেলাধুলার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও তিনি ছিলেন সচেতন।
-
২০১১ সালে ক্যামব্রিজ এমসিসিইউ’র বিরুদ্ধে প্রথম-ক্লাস ক্রিকেটে অভিষেক ঘটে। এরপর নিয়মিত সারে দলে জায়গা তৈরি করতে থাকেন এবং ২০১৪ সালে প্রথমবার ১,০০০ রান সংগ্রহ করেন। ২০১৮ সালে তিনি সারে দলের অধিনায়ক নিযুক্ত হন এবং প্রথম বছরের মধ্যে দলের জন্য আসেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ টাইটেল। এরপর ২০২২, ২০২৩ ও ২০২৪ সালেও তিনি সারে’কে শিরোপা এনে দেন।
-
বার্নসের ব্যাটিং স্টাইল নিয়ে সমালোচনা কম হয়নি। মাথা দোলানোর অদ্ভুত অভ্যাস থেকে শুরু করে তার অস্বাভাবিক স্ট্যান্স সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু এর পেছনে আছে যৌক্তিক কারণ, তিনি মূলত বাম চোখের ওপর নির্ভর করে খেলা চালান। এজন্য বলের ওপর ফোকাস বজায় রাখতে এই অনন্য পদ্ধতি তৈরি করেছেন। তার এই ব্যাটিং স্টাইল একসময় রসিকতার খোরাক হলেও পরবর্তীতে এটি হয়ে ওঠে তার সাফল্যের অন্যতম চাবিকাঠি।
-
২০১৮ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।
-
এখন পর্যন্ত তিনি খেলেছেন ৩২টি টেস্ট ম্যাচ, করেছেন ১৭৮৯ রান, যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি।
-
২০১৯ সালের অ্যাশেজ সিরিজে তার পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়। ওই সিরিজে তিনি এক ইনিংসে শতক হাঁকান এবং পুরো সিরিজে দৃঢ় মানসিকতার পরিচয় দেন।
-
সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড হলো তিনি দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান, যিনি একটি টেস্ট ম্যাচে পাঁচ দিনই ব্যাট করার কৃতিত্ব দেখিয়েছেন, যা তাকে ক্রিকেট ইতিহাসের পাতায় বিশেষ জায়গা করে দিয়েছে।
-
বার্নস শুধু মাঠের মানুষ নন, মাঠের বাইরের জীবনেও তিনি সমান দায়িত্বশীল। ২০২১ সালে তিনি এক গুরুত্বপূর্ণ সিরিজ থেকে সরে দাঁড়ান, কারণ তিনি চেয়েছিলেন তার প্রথম মেয়ে কোরা’র জন্মের সময় পরিবারের পাশে থাকতে। পরবর্তীতে তিনি নিজেকে আরও শক্তিশালী করে ফিরেছেন মাঠে এবং সেঞ্চুরি করে প্রমাণ করেছেন যে আবেগ ও দায়িত্ববোধ একজন খেলোয়াড়ের পারফরম্যান্সকে কখনও দুর্বল করে না।