অ্যাশেজের লড়াকু মুখ ব্রাড হাড্ডিন
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে উইকেটকিপার মানেই এক ঝলমলে অধ্যায়। ইয়ান হিলি, অ্যাডাম গিলক্রিস্টের পর সেই ধারাবাহিকতায় নাম লেখান ব্রাড হাড্ডিন। তিনি শুধু গ্লাভস হাতে দায়িত্বশীলই ছিলেন না, বরং দলের জন্য হয়ে উঠেছিলেন এক নির্ভরযোগ্য ব্যাটার। আজ এই সাবেক অজি তারকার জন্মদিন। বিশেষ এই দিনে তাকে স্মরণ করা মানে অস্ট্রেলিয়ার ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করা। ছবি: সোশ্যাল মিডিয়া
-
১৯৭৭ সালের ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার কাওরাতে ব্রাডলি জেমস হাড্ডিনের জন্ম। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ঝোঁক ছিল প্রবল। স্থানীয় ক্লাব ক্রিকেট থেকেই প্রতিভা চিনে নেন নির্বাচকরা। ধীরে ধীরে তিনি জাতীয় দলে জায়গা করে নেন, যদিও তা সহজ ছিল না।
-
অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০০১ সালে, ওয়ানডে ম্যাচ দিয়ে। তবে গিলক্রিস্টের দীর্ঘ ক্যারিয়ারের কারণে জাতীয় দলে নিয়মিত হতে তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক দশক। অবশেষে ২০০৮ সালে টেস্ট দলে নিয়মিত সুযোগ পান হাড্ডিন, আর সেখানেই তিনি প্রমাণ করেন নিজের যোগ্যতা।
-
হাড্ডিন ছিলেন দৃঢ় মানসিকতার খেলোয়াড়। স্টাম্পের পেছনে তার প্রতিক্রিয়া, দ্রুততা এবং নেতৃত্বগুণ তাকে ভিন্ন মাত্রা দেয়। অনেক কঠিন পরিস্থিতিতেও তিনি দলকে এগিয়ে নিতে সাহায্য করেছেন। তার ক্যারিয়ারে ২৬০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ এবং ৪০০’র বেশি ডিসমিসাল রয়েছে, যা প্রমাণ করে উইকেটের পেছনে তার দক্ষতা।
-
শুধু গ্লাভস নয়, ব্যাট হাতেও হাড্ডিন ছিলেন কার্যকর। আক্রমণাত্মক ভঙ্গি, দ্রুত রান তোলা এবং চাপের মুহূর্তে দলকে বাঁচানো ছিল তার বৈশিষ্ট্য। ২০১৩–১৪ অ্যাশেজ সিরিজে তার পারফরম্যান্স ছিল অসাধারণ; তিনি কার্যত সিরিজের নায়ক হয়ে ওঠেন।
-
হাড্ডিন ছিলেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য। এছাড়া টেস্ট সিরিজে তার একাধিক ম্যাচ জেতানো ইনিংস আজও ভক্তদের মনে দাগ কেটে আছে। অনেক সময় তিনি দলের অনানুষ্ঠানিক নেতা হিসেবেও কাজ করেছেন, মাঠে সতীর্থদের উজ্জীবিত করে রেখেছেন।
-
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন হাড্ডিন। এরপর তিনি কোচিংয়ে যুক্ত হন এবং অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রিকেটকে তিনি এখনও ভিন্ন আঙ্গিকে সেবা দিয়ে যাচ্ছেন।