জন্মদিনে জানুন রবীন্দ্র জাদেজার গল্প
ভারতীয় ক্রিকেটের রঙিন ইতিহাসে কিছু খেলোয়াড় আছেন, যাদের উপস্থিতি শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যায় না; তাদের ক্রিকেটবোধ, দৃঢ়তা আর নিখুঁত দক্ষতা অতীতকে ছাপিয়ে ভবিষ্যতের পথ দেখায়। ঠিক তেমনই একজন ক্রিকেটার রবীন্দ্র সিং জাদেজা। আজ তার জন্মদিন। আর এই বিশেষ দিনে এক ঝলক ফিরে তাকানো যাক সেই ক্রিকেটারের জীবনে, যিনি কঠিন বাস্তব থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠেছেন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
১৯৮৮ সালের এই দিনে গুজরাটের জামনগরের নাভাগাম গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম জাদেজার। ছোটবেলা থেকেই ক্রিকেটই ছিল তার অবলম্বন। অর্থনৈতিক টানাপোড়েন, সুযোগের অভাব সব বাধাই ছিল চিরচেনা। কিন্তু জাদেজার মনোযোগ ছিল একদম স্পষ্ট: ব্যাট হাতে, বল হাতে বা মাঠে দৌড় ক্রিকেটই তার নিঃশ্বাস।
-
মায়ের মৃত্যুর পর জীবনে বড় একটা শূন্যতা নেমে এলেও সেই শোককেই জেদে পরিণত করেছিলেন তিনি। গুজরাটের স্থানীয় মাঠগুলোতে ঘাম ঝরিয়ে ধীরে ধীরে নিজেকে শক্ত করে গড়ে তুলতে থাকেন। জাদেজার শৃঙ্খলা, কাজের প্রতি অবিচল নিষ্ঠা আর মাঠে দাপুটে উপস্থিতি তাকে গুজরাট ক্রিকেটের ‘বিশ্বস্ত প্রতিভা’তে পরিণত করতে বেশি সময় নেয়নি।
-
২০০৯ সালে ভারতের জার্সি গায়ে জাদেজার যাত্রা শুরু। আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশটা ছিল নিঃশব্দ, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করল এই ছেলেটি আলাদা কিছু। যেখানে অনেক অলরাউন্ডার ব্যাট বা বলের ওপর বেশি নির্ভরশীল, জাদেজা সেই ভিড়ের বাইরে। তার বোলিংয়ের ধার, ব্যাটিংয়ের স্থিতি আর ফিল্ডিংয়ের ক্ষিপ্রতা সব মিলিয়ে তিনি দ্রুতই হয়ে ওঠেন দলের ‘ত্রিমাত্রিক’ শক্তি।
-
তার বোলিংয়ে আছে ধারাবাহিকতা, নিখুঁত লাইন-লেংথ আর ব্যাট হাতে আছে ধৈর্য ও ম্যাচ ফিনিশ করার মানসিকতা। বিশ্ব ক্রিকেটে এমন খেলোয়াড় এখন গণনায় হাতে গোনা।
-
যেকোনো ক্রিকেটারের চরিত্র যাচাইয়ের কঠিনতম মঞ্চ টেস্ট ক্রিকেট। আর এই জায়গায় জাদেজার দাপট আরও প্রকট। টেস্টে তিনি শুধু বোলার নন, ব্যাটসম্যান হিসেবেও বহুবার দায়িত্ব নিয়েছেন সবচেয়ে সংকটময় সময়ে। নিচের দিকের ব্যাটসম্যান হয়েও ম্যাচ বাঁচানো কিংবা মোড় ঘোরানো ইনিংস খেলেছেন অসংখ্যবার।
-
তার বোলিংয়ের বৈশিষ্ট্য দারুণ টার্ন, ড্রিফট আর গতি বাড়িয়ে-কমানোর কৌশল। এই কারণে ভারতীয় স্পিন আক্রমণের অন্যতম ভিত্তি হয়ে ওঠেন তিনি।
-
আইপিএলের ইতিহাসে এমন বহু ম্যাচ আছে যেখানে জাদেজা একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। কখনো ব্যাট হাতে ছয়ে ছয় মেরে, কখনো লাইন-লেন্থে নিখুঁত বোলিং করে আবার কখনো অসম্ভব এক ক্যাচ ধরে।
-
চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলে তার খেলার ধরনে এসেছে আরও পরিণতি, আরও ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এমনকি একাধিক মৌসুমে জাদেজাকে ধোনির সবচেয়ে ভরসার মানুষ হিসেবেও দেখা গেছে।
-
অনেক ক্রিকেটার বোলিং বা ব্যাটিং দিয়ে যেকোনো দলে জায়গা পায়, কিন্তু জাদেজাকে ফিল্ডিংয়ের জন্য যেকোনো দলে স্থান দেওয়া যেতেই পারে। তার হাতের গতি, থ্রোর নিখুঁততা আর মাঠজুড়ে ছুটে বেড়ানোর শক্তি তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার করে তুলেছে।
-
জাদেজার সবচেয়ে বড় পরিচয় তার নীরবতা। তিনি অতিরিক্ত আলোচনায় নেই, মিডিয়ার সামনে নিজের ব্যাপারে বেশি বলেনও না। তিনি নিজের কাজ করেন চুপ করে, মনোযোগ দিয়ে, সেরাটা দিয়ে। আর হয়তো এই কারণেই তিনি এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ধরে রাখা জায়গাটি শক্ত করে রাখতে পেরেছেন।