ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান কাকার জন্মদিন আজ
এক সময় ফুটবলের মাঠ হয়ে উঠত এক রূপকথার মঞ্চ, আর সেই মঞ্চের সবচেয়ে আলো ঝলমলে চরিত্রটি ছিলেন রিকার্ডো ইজেকসন দোস সান্তোস লেইতে। যাকে আমরা চিনি ‘কাকা’ নামে। আজ এই বিশ্ববন্দিত ফুটবলারের জন্মদিন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
১৯৮২ সালের এই দিনে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে জন্ম তার।
-
ফুটবলের ইতিহাসে সবচেয়ে মার্জিত, আভিজাত্যপূর্ণ ও স্টাইলিশ খেলোয়াড়দের তালিকায় আজও শীর্ষে আছেন কাকা।
-
মাত্র ৮ বছর বয়সে সাও পাওলো ক্লাবের ইয়ুথ অ্যাকাডেমিতে যোগ দেন কাকা। ১৮ বছর বয়সেই তিনি মূল দলে জায়গা পান এবং দ্রুতই নিজের জাত চিনিয়ে দেন।
-
২০০৩ সালে ইতালির বিখ্যাত ক্লাব এসি মিলান তাকে দলে নেয়। সেখান থেকেই শুরু হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সোনালি অধ্যায়।
-
কাকার ক্যারিয়ার সাফল্যে এতটাই সমৃদ্ধ যে এক জীবনে অনেক খেলোয়াড় যা স্বপ্নেও ভাবেন না। তিনি এসি মিলানের জার্সিতে অর্জন করেছেন ‘ব্যালন ডি’অর’ (২০০৭), ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ (২০০৭), ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগ’ (২০০৬-০৭)।
-
রিয়াল মাদ্রিদের হয়ে অর্জন করেছেন ‘সিরি আ’ (২০০৩-০৪), ‘লা লিগা’ (২০১১-১২)। ব্রাজিল জাতীয় দলের অংশ হিসেবে ‘ফিফা বিশ্বকাপ জয়’ (২০০২) করেছেন।
-
কাকা ছিলেন এক অনন্য ‘অ্যাটাকিং মিডফিল্ডার’। চোখ ধাঁধানো স্পিড, নিখুঁত পাসিং, অবিশ্বাস্য ড্রিবলিং আর দূর থেকে গোল করার ক্ষমতা; সব মিলিয়ে তিনি ছিলেন এক জাদুকর।