যে ফুটবলারের পায়ে ফুটেছিল বিশ্বজয়ের গোল

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১১ মে ২০২৫ আপডেট: ০৪:২৪ পিএম, ১১ মে ২০২৫

ফুটবল শুধু একটি খেলা নয়; এটি আবেগ, স্বপ্ন এবং ইতিহাসের গল্প। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে সেই গল্পের একটি অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছিলেন স্পেনের মিডফিল্ড জাদুকর আন্দ্রেস ইনিয়েস্তা। এক গভীর রাতে, পুরো ফুটবলবিশ্বের নজর যখন দক্ষিণ আফ্রিকার সকার সিটি স্টেডিয়ামের দিকে তখন এক মুহূর্তে বদলে যায় ইতিহাস। অতিরিক্ত সময়ের ১১৬তম মিনিটে ইনিয়েস্তা নেদারল্যান্ডসের জালে যে গোলটি করেছিলেন, তা শুধু একটি ম্যাচের ফলাফল নির্ধারণ করেনি, বরং এনে দিয়েছিল স্পেনের প্রথম বিশ্বকাপ জয়। ছবি: ফেসবুক থেকে