বেলজিয়ামের গোলমেশিন লুকাকুর জন্মদিন আজ
দ্রুতগতি, বিশাল কদম, শারীরিক শক্তি আর অসাধারণ গোলস্কোরিং দক্ষতার সমন্বয়েই তৈরি হয়েছেন তিনি। বলছি বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর কথা। আজ তার জন্মদিন। ছবি: ফেসবুক থেকে
-
১৯৯৩ সালের এই দিনে বেলজিয়ামের আন্তওয়ার্প শহরে জন্ম রোমেলু লুকাকুর। মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখেন আন্ডারলেখট ক্লাবের হয়ে।
-
নিজের প্রথম মৌসুমেই ১৫ গোল করে নজর কাড়েন ইউরোপের বড় ক্লাবগুলোর। এরপর চেলসি, ওয়েস্ট ব্রোম, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, সব জায়গায় তিনি নিজেকে প্রমাণ করেছেন।
-
তিনি শুধু জাতীয় দল নয়, ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও নিজের আধিপত্য রেখে চলেছেন।
-
জাতীয় দলের হয়ে রোমেলু লুকাকু এতটাই ধারাবাহিক পারফরমার যে তিনি এখন বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা।
-
ইউরো আর বিশ্বকাপে তার উপস্থিতি মানেই বিপক্ষ ডিফেন্সের জন্য আতঙ্ক। বিশ্ব ফুটবলে বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’ এর অন্যতম স্তম্ভ এই ফরোয়ার্ড।