অল ব্ল্যাক লুকে কান মাতালেন দিবালা-ওরিয়ানা
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের রেড কার্পেটে প্রথমবারের মতো স্ত্রী ওরিয়ানা সাবাতিনিকে নিয়ে হাঁটলেন আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল তারকা পাওলো দিবালা। রেড কার্পেটে তাদের উপস্থিতি ছিল চোখধাঁধানো। চলুন, একনজরে দেখে নিই দিবালা ও সাবাতিনির স্টাইলিশ উপস্থিতির আদ্যোপান্ত। ছবি: সাবাতিনির ইনস্টাগ্রাম থেকে
-
দুজনেই বেছে নিয়েছিলেন ক্ল্যাসিক ‘অল ব্ল্যাক’ লুক, যেখানে ফ্যাশনের সঙ্গে মিশে ছিল আভিজাত্য ও ব্যক্তিত্বের ছাপ।
-
সাবাতিনি শুধু একজন ফুটবলারের জীবনসঙ্গিনী নন, তিনি একাধারে একজন সফল মডেল, অভিনেত্রী এবং গায়িকা।
-
সাবাতিনির আবেদনময়ী উপস্থিতি ছিল ফ্যাশনপ্রেমীদের জন্য এক চোখধাঁধানো মুহূর্ত।
-
রেড কার্পেটে দিবালা ও সাবাতিনির অল ব্ল্যাক জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।
-
‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ প্রিমিয়ারে ছিল তাদের ঝলমলে উপস্থিতি। এই সিনেমার প্রদর্শনীতেই ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে চমকে দিলেন তারকা জুটি।
-
ওরিয়ানা সাবাতিনির কালো গাউন, স্কিনি ফিট কোরসেট, স্ট্রেপলেস কাট আর ঝলমলে হীরের গয়না সবকিছুই ছিল নজরকাড়া।
-
সাদা শার্ট, কালো স্যুট, টাই আর চকচকে অক্সফোর্ড জুতায় দিবালা ছিলেন পুরোদস্তুর ফ্যাশন আইকন।
-
দিবালার হাতের সুইস ব্র্যান্ড চোপার্ডের ঘড়ি যেন ফিনিশিং টাচ দিল তার লুককে।
-
দুজনের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস, যেন ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছে প্রেম ও স্টাইল।
-
গ্ল্যামার ও গ্রেস দুটোই যেন ধরা দিয়েছে তাদের উপস্থিতিতে।
-
এই জুটিকে দেখে সহজেই বলা যায়, মাঠের বাইরেও দিবালার উপস্থিতি কম চমকপ্রদ নয়।