ফুটবলের দৃঢ় ডিফেন্স মাস্টার ফাবিয়ান

প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৩ আগস্ট ২০২৫ আপডেট: ১২:০৪ পিএম, ২৩ আগস্ট ২০২৫

ফুটবলের ইতিহাসে ফরোয়ার্ডদের নামই যেন বেশি আলো কাড়ে, কিন্তু একেকজন ডিফেন্ডার আছেন যাদের ছায়াতেই দলের সাফল্য গড়ে ওঠে। তেমনই এক অনন্য নাম ফাবিয়ান বালবুয়েনা। মাঠে তার উপস্থিতি মানেই প্রতিপক্ষের আক্রমণে অটল প্রাচীর। শক্তিশালী ট্যাকল, নিখুঁত পজিশনিং আর অদম্য লড়াইয়ের মানসিকতা দিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন প্যারাগুয়ের রক্ষণের স্তম্ভ হিসেবে। আজকের দিনে জন্ম নেওয়া এই ফুটবলার শুধু ক্লাব ফুটবলে নয়, জাতীয় দলের জার্সি গায়েও হয়েছেন আস্থার প্রতীক। তার ক্যারিয়ারের গল্প শুরুর বিন্দু থেকে আজকের সাফল্য পর্যন্ত যেন এক অনুপ্রেরণার যাত্রা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে