জিয়াউর রহমানের সমাধিতে ইউএসএ ইন্টার স্টেট বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ নেতাকর্মীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ সভাপতি কাজী আজম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী প্রমুখ।
- আরও পড়ুন
- বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে চায় বিএনপি
- নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: গয়েশ্বর
শ্রদ্ধা নিবেদন শেষে শামীমুর রহমান শামীম বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। আমাদের ২য় স্বাধীনতা দিয়ে গেছেন আবু সাঈদ, মুগ্ধসহ ছাত্র-জনতা। তাদের রক্তের ঋণ, জীবনের ঋণ কখনো শোধ করতে পারবো না।
তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
কেএইচ/কেএসআর/জিকেএস