জিয়াউর রহমানের সমাধিতে ইউএসএ ইন্টার স্টেট বিএনপির শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ নেতাকর্মীরা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ নেতাকর্মীরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ সভাপতি কাজী আজম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে শামীমুর রহমান শামীম বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। আমাদের ২য় স্বাধীনতা দিয়ে গেছেন আবু সাঈদ, মুগ্ধসহ ছাত্র-জনতা। তাদের রক্তের ঋণ, জীবনের ঋণ কখনো শোধ করতে পারবো না।

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

কেএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।