সংস্কার প্রস্তাব সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হলে বাধা দেবে বিএনপি

সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হলে সেই প্রস্তাবে বাধা দেবে বিএনপি।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার এর আগে বলেছেন সংস্কার কমিশনের কিছু প্রস্তাবে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব হবে। এ বিষয়ে বৈঠকে কথা হয়েছে কি না- সাংবাদিকরা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, এটা তো তাদের ব্যাপার, তারা বলবে। আমরাও যদি মনে করি সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব।’
- আরও পড়ুন
- রাজনৈতিক দলের বিদেশি শাখা থাকতে পারবে না
- প্রার্থিতা দেওয়ার-ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়ার সুপারিশ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে, বৈঠক থেকে এমন কোনো আভাস মিলেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, আগেও বলেছি, এই ঘোষণা তো ওনারা (ইসি) করতে পারেন না। কারণ, এখন সংবিধানের স্বাভাবিক যে নিয়ম সে অনুযায়ী নির্বাচন হচ্ছে না।
‘নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব এখন সরকারের। তারপর তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় এসব প্রসঙ্গে উঠে আসবে’- বলেন বিএনপির এ নেতা।
বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। আরও ছিলেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
- আরও পড়ুন
- নির্দিষ্ট সময়ে নির্বাচন, বাধা এলে প্রতিহত করা হবে
- সোমবার প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ দেবে বিএনপি
বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির আরও দুজন সদস্য সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।
এমওএস/এমকেআর/জিকেএস