বিএনপি, সমন্বয়ক ও নাগরিক কমিটির সঙ্গে বৈঠক করবে নাগরিক ঐক্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নাসহ অন্য নেতারা

জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) বিএনপি, ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈঠক করবে নাগরিক ঐক্য।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বৈঠকের ঘোষণা দেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, বিএনপির সঙ্গে ছাত্রসমাজ ও জাতীয় নাগরিক একৈর মনোমালিন্য দূর হোক এটা আমরা চাই। আগামী বুধবারের বৈঠকে এ বিষয়েও আলোচনা হবে। সরকারে বসে রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি ভবিষ্যৎ রাজনীতির জন্য খুব একটা ভালো নয়।

তিনি আরও জানান, দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র উত্তরণে সবাইকে একমত হতে হবে। নিজেদের মধ্যে সমঝোতা বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এএএম/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।