স্থানীয় সরকার না কি জাতীয় নির্বাচন আগে, মতামত জানাননি মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

দেশে জাতীয় নির্বাচন হবে না কি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সে বিষয়ে কোনো মতামত জানাননি বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস অ্যাকাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের বিষয়ে দলগুলো তাদের মতামত দিয়েছে। তবে আজকে যেহেতু এ বিষয়ে সিদ্ধান্তমূলক কোনো আলোচনার বৈঠক না, কাজেই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকে জাতীয় নির্বাচন আগে চায়, অনেকে স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। আমরা এ বিষয়ে কোনো বক্তব্য বা প্রস্তাবনা দেইনি। আমরা বলেছি সংস্কারগুলো হচ্ছে সেগুলো কিছু মূলভিত্তির ওপর দাঁড়িয়ে হওয়া উচিত।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে যে কমিশনগুলো গঠন করা হয়েছিল সেই ছয়টি কমিশনের কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী দিনগুলোতে সব রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কার বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সব কমিশন তাদের নিজ নিজ বিষয়ে সংস্কার প্রতিবেদন তৈরি করেছে। সেই সংস্কার প্রস্তাবনা তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবে। সেই প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা মতবিনিময় করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকে মূলত একটি পরিচিতিমূলক সভা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আশাপ্রকাশ করেছেন আগামী ছয় মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার করা যাবে।

এনএস/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।