জুলাই বিপ্লবে আহতদের শাহবাগ অবরোধ

জুলাই বিপ্লবে আহতরা বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে শাহবাগ থেকে ফার্মগেট অভিমুখী সড়ক অবরোধ করেন তারা। এর আগে আগে বেলা ১১টায় প্রথমে তারা বিএসএমএমইউয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন।
এদিকে শাহবাগ মোড় অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মগেট অভিমুখে এবং ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে কিছু গাড়ি চলাচল করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আন্দোলনকারীদের দাবি
• আহতদের ক্যাটাগরি পুনর্বিবেচনা করে তিনটি থেকে দুটি করা এবং পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান। ক্যাটাগরি ‘এ’ (কর্মে অক্ষম যেসব আহত যোদ্ধা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, যেমন: পঙ্গুত্ব, চোখ হারানো, বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে গুরুতর আহত)। তাদের জন্য মাসিক ভাতা ২০ হাজার টাকা প্রদান করা। আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি।
আরও পড়ুন
- ছাত্রদের দল হবে ‘মধ্যপন্থি’, সংবিধান সংস্কারে চাইবে গণপরিষদ ভোট
- সিএনজিচালকদের অবরোধে নগরীতে তীব্র যানজট, ভোগান্তি চরমে
• পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
• ক্যাটাগরি ‘বি’ (কর্মে সক্ষম যেসব আহত যোদ্ধা সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এবং স্থায়ীভাবে কর্মক্ষম থাকবেন)। তাদের জন্য মাসিক ভাতা ১৫ হাজার টাকা প্রদান করা।
• আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন। এই আইনের আওতায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে।
• এছাড়া আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য ২৪ ঘণ্টা টোল-ফ্রি হটলাইন চালু করা।
এনএস/ইএ/এমএস