আশা সেলিমা রহমানের

সুষ্ঠু নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণ করবেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৫

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠা করে জনগণের আস্থা ফেরাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, আপনি শান্তির প্রতীক হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

ধর্ষণের বিচারের দাবিতে সোমবার (১৭ মার্চ) সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান সেলিমা রহমান।

মাগুরার আট বছরের শিশু ধর্ষণের শিকারসহ দেশের সব নারী ও শিশু ধর্ষকের সুষ্ঠু বিচারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল। বিক্ষোভ সমাবেশ শেষে মহিলা দলের বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে নাইটিঙ্গেল ও কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়।

সেলিমা রহমান বলেন, আমরা এমন একটি সমাজে বসবাস করছি যে সমাজে নারীরা নিরাপদ নয়, যে দেশে কথায় কথায় ধর্ষণ হয়। ফ্যাসিস্ট সরকারের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও নারী, শিশুরা কেন এখন নিরাপত্তাহীনতায় ভুগছে?

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্ষকদের কোনো বিচার হতো না। যারা গুম-খুন হত্যা করছিল তারাই ধর্ষণের সঙ্গে জড়িত ছিল। গত চার বছরে ৭ হাজার শিশুসহ ৪৩ হাজার নারী ধর্ষিত হয়েছেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানা আক্তার সানু, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা লায়লা, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সালেহ আক্তার প্রমুখ।

কেএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।