তারেকের বিরুদ্ধে ফের পরোয়ানা জারি


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় মানহানির দায়ে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই পরোয়ানা জারি করেন। এর আগে  সকাল ৯ টায় মামলাটি দায়ের করেন ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিজ।

আদালত ৫ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ শুনানি শেষে দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অভিযোগ আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শুনানিতে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়।

উল্লেখ্য, একই অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার অধিকাংশই আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা সমন জারি করেছেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।