মিন্টু ও নাসিরকে গ্রেফতার না করার নির্দেশ


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেফতার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম.এ. হাফিজ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার সকালে হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন প্রার্থনা করেন মিন্টু ও মীর নাসির। বকশীবাজারে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলায় আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় মীর নাসিরের বিরুদ্ধে এই মামলা ২টি করা হয়েছিল।

মিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। মীর নাসিরের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।