গুম-খুনের জবাব দিতে হবে : বিএনপি


প্রকাশিত: ০৯:১১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারবিরোধী আন্দোলনে ৩০০ জনকে হত্যা ও ৬৫ জনকে গুম কারা হয়েছে। এ সব হত্যা-গুমের জবাব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দিতে হবে।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘খুন-গুম-অপহরণ-মিথ্যা মামলা ও ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের প্রতিবাদে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সিঙ্গাপুর ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফখরুল গুম-খুনের শিকার এমন ২৪ পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

মির্জা ফখরুল বলেন,  ক্ষমতাসীন দল আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলা দেয়, হয়রানি করে। তাদের আচরণ স্বৈরাচারকেও হার মানিয়েছে। প্রধানমন্ত্রী ও তার সরকারের মন্ত্রীরা যেভাবে দম্ভোক্তি করেন, শুনলে মনে হয় যেন তারা এদেশের রাজা, অন্যরা সব প্রজা। তারা যা করবেন তা জায়েয, অন্যরা যা করবে তা না জায়েয।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।