বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা


প্রকাশিত: ০২:২৯ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। এছাড়া পল্টনে হরতাল সমর্থকদের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

হরতালে নয়াপল্টনে সাধারণ মানুষের আনাগোনা কম। গণপরিবহন চলাচলও তেমন দেখা যায়নি। এ সব এলাকায় পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।