তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ এএম, ২৩ জুন ২০২৫
ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।

রোববার (২২ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।

বার্তায় বলা হয়, এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন এবং এস. এম. সুজা উদ্দিন। সাক্ষাতে উভয় পক্ষ গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করে, যেখানে দলীয় সংস্কার কার্যক্রম, জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

এনসিপি প্রতিনিধি দল তাদের ভবিষ্যত লক্ষ্য তুলে ধরে, যেখানে ‘জুলাই ম্যান্ডেট’-কে জনগণের কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হয়।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে, বিশেষত জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে, উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আগ্রহ প্রকাশ পায়।

এনসিপি জানয়, সাক্ষাৎকারটি গণতান্ত্রিক মূল্যবোধ এবং সহযোগিতামূলক অগ্রযাত্রার প্রতি একটি যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এনএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।