দুই দিনের রিমান্ডে গয়েশ্বর
নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪ জনের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মহানগর হাকিম রেজাউল করিমের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই বাহাউদ্দিন ফারুক আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্রকে ভোর ৬ টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে গ্রেফতার করা হয়। আর অপর ৩ জনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।