বৃষ্টিতে ভিজে মহাসমাবেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৮ জুন ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। দুপুরের পর শুরু হয়েছে মহাসমাবেশের মূল অধিবেশন। এর মধ্যে কয়েক দফায় থেমে থেমে বৃষ্টির পর হঠাৎ নেমেছে মুষলধারে বৃষ্টি। তবে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই চলছে দলটির সমাবেশ।

বৃষ্টিতে ভিজে মহাসমাবেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

শনিবার (২৮ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নেতাকর্মীদের দেখা যায় মাঠের পাশে গাছের নিছে অনেকে ছাতা নিয়ে সমাবেশে উপস্থিত আছেন।

বৃষ্টিতে ভিজে মহাসমাবেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

অন্যদিকে মাইকে দল থেকে বলা হয়, যত ঝড় বৃষ্টি হোক আমরা রাজপথে আছি থাকবো।

এএএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।