‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে এনসিপি
রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মো.নাহিদ ইসলাম।
- আরও পড়ুন
- ৪১ থেকে ৪৩ সদস্যের নির্বাহী কমিটি দেবে যুবশক্তি
- ভোটের সময় টাকা দিয়ে জনগণকে প্রভাবিত করা যায়: সারজিস
তিনি বলেন, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে।
এনএস/এসএনআর/জিকেএস