আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে থাকার প্রত্যয় জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০১ জুলাই ২০২৫

‘ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যবদ্ধ সংগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিএনপির ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আবদুল হালিম বলেন, ‘আন্দোলনে বিএনপির অনেক অবদান। জামায়াতে ইসলামীরও অবদান রয়েছে। অবদান রাখা সব দলের নেতারা এখানে আছেন। কর্মীরা জেল কেটেছেন এবং গুমের শিকার হয়েছে। গুমের শিকার হয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

ফ্যাসিস্টের বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদ বিলুপ্ত হয়নি। আমরা সবসময় জাতীয় স্বার্থে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ২০ দলীয় জোট আন্দোলন করেছিলাম। ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদি শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যবদ্ধ সংগ্রামে থাকবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, সবাই মিলে ত্যাগ স্বীকার করেছি। এদেশে কেউ সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়। সবাই বাংলাদেশি। সবার জন্য বাংলাদেশ। আমরা সব দল মিলে দেশকে এগিয়ে নেবো, ইনশাআল্লাহ।

কেএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।