রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ হবে সংসদে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি যাই নির্ধারণ হোক না কেন, সেটা জাতীয় সংসদেই নিতে হবে। একই সঙ্গে ঐকমত্য কমিশন যা সুপারিশ করেছে তার সঙ্গে সঙ্গেও আমরা একমত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদ তৈরির দ্বিতীয় পর্যায়ের শেষদিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গৃহীত রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি ছিল তার সঙ্গে আমরা একমত এবং সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। সেখানে ধর্ম নিরপেক্ষতা নেই, সেখানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা বলা আছে। এগুলো রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে থাকবে। এগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন যে কয়েকটি লাইন, শব্দ যুক্ত করেছে তার সঙ্গেও আমরা একমত। এটা আমরা গ্রহণ করতে রাজী।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়, ‘সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ উল্লিখিত থাকবে।
আরএএস/ইএ