জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত করলেন খালেদা জিয়া
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে কোরআন তেলাওয়াত করেছেন তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত ১১টার দিকে সমাধি প্রাঙ্গণে পৌঁছান। সেখানে পৌঁছে গাড়ির ভেতর থেকেই কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন তিনি। এ সময়ে গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দুই ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের সমাধির সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন এক রকম দ্রুততার সঙ্গে ব্যবস্থা করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় ‘
এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণার দিন খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে যান। সেদিন আদালত তাকে ৫ বছর কারাদণ্ডাদেশ দিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠান। পরে জিয়া চ্যারিটেবল মামলায় তাকে ৭ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। রাষ্ট্রপতি খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজা মওকুফ করলেও আদালতের মাধ্যমে এসব মামলা থেকে নিষ্পত্তি চান খালেদা জিয়া। গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ বাকি আসামিদের খালাস দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
কেএইচ/এমএইচএ/এমএমকে/এমএমএআর