আল্লাহর অশেষ রহমতে প্রিয় মাতৃভূমিতে আসতে পেরেছি: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫

আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা মঞ্চে এ মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, প্রিয় বাংলাদেশ। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত প্রিয় ভাই-বোনরা। মিডিয়ার সামনে সারা বাংলাদেশের যারা দেখন এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ্য, কোটি শুকরিয়া জানাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়।

এমএমএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।