জামায়াত জোটে ৫০ আসন চায় এনসিপি, দলে ভাঙনের সুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)/ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২৮ ডিসেম্বর) এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এদিকে, এনসিপি সূত্রে জানা গেছে যে তারা জামায়াত জোটের কাছে ৫০টি আসন চায়। এ নিয়ে আলোচনা চলছে। এনসিপি ঠিক কতটি আসন পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ৩০টি আসন দলটির ভাগ্যে জুটতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র।

অন্যদিকে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।

শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জাগো নিউজকে বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে।’

এছাড়া এ জোটে যাওয়ার সিদ্ধান্ত এনসিপির অনেকেই মেনে নিতে পারছেন না। তারা একে জুলাই অভ্যুত্থানের স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষাবিরোধী হিসেবে মনে করছেন। জোট গঠনের চূড়ান্ত ঘোষণা আসলে দলটি থেকে আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সূত্র।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জাগো নিউজকে বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল (রোববার) ঘোষণা দেওয়া হবে।’

এনএস/একিউএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।