ওসমান হাদি হত্যার বিচারসহ নানা দাবিতে মহাসমাবেশ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিসহ সব সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবিতে মহাসমাবেশ করবে জামায়াত।

আগামী ৩ জানুয়ারি শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ হবে।

jagonews24

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জামায়াতের প্রচার বিভাগ এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জানুয়ারি দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হবে। এসময় অবৈধ অস্ত্র উদ্ধার করে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে। এছাড়া নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হবে।

আরএএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।