সাবেক এমপি সালেক চৌধুরীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬
সাবেক সংসদ সদস্য ড. সালেক চৌধুরী/ ছবি- সংগৃহীত

সাবেক সংসদ সদস্য (এমপি) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ড. সালেক চৌধুরীকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন
সবচেয়ে ‘গরিব প্রার্থী’ আমজনতার তারেক, বাড়ি-গাড়ি-নগদ টাকা কিছু নেই 
রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে জামায়াতের উদ্বেগ 

রোববার (৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ও নীতি পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় সালেক চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।