১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে আসছে না ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬
আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলন করবে ১১ দল/ ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে আজ। এ উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে আসছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ।

আরও পড়ুন
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন 
নতুন জোটের নাম ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ 

এদিকে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু হবে কিছুক্ষণের মধ্যে।

তবে, রাত ৮টা ১৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানিয়েছে, নির্বাচনি সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।