গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ জানুয়ারি ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে বিএনপি ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন। বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহাদী আমিন বলেন, আমাদের প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের বলে দিয়েছি নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবো।

মাহাদী আমীন বলেন, নোট অব ডিসেন্ট … গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে… সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করবো।

তিনি বলেন, সামগ্রিকভাবে গণভোটে আমাদের ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান এটা আমরা দলের সবাইকে বলে দিয়েছি।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।