নাহিদ ইসলাম

১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৬

১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে প্রত্যাশা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ এই ঐক্যের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে ১০ দলীয় ঐক্যজোটের জয় লাভের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না দাবি করে নাহিদ বলেন, ‘যে কোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হোক আমরা এটা চাই। সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা বিভিন্ন সময় বলে আসছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে।

আচরণবিধি ভঙের অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, বিগত কয়েকদিন নির্বাচনি প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনি প্রচারণা করেছেন। অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে গিয়ে আমাদের নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছে। ফলে আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে।

তবে যে কোনো মূল্যে সামনের দিকে এগিয়ে যেতে চান উল্লেখ করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এনসিপির সংস্কারের পক্ষে যে রকম দৃঢ় অবস্থান ছিল, বিচারের পক্ষে যে রকম দৃঢ় অবস্থান ছিল একইভাবে নির্বাচন ও গণভোটের পক্ষেও দৃঢ় অবস্থান আছে। যে কোনো মূল্যে আমরা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা করা প্রয়োজন তা আমরা করবো।

এমএইচএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।