শাহবাগে ছাত্রদলের ২ নেতাকে অপহরণ


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

রাজধানীর শাহবাগ থেকে ছাত্রলীগের কর্মীরা ঢাকা বিশ্ববদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রদলকর্মীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত ছাত্রদলকর্মীরা হলেন কাজী রনোকুল ইসলাম শ্রাবণ ও লিংকন আসলাম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববদ্যিালয় এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণকারীরা কালো একটি গাড়িতে করে এসে রনোকুল ও লিংকনকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ঢাবি ছাত্রদল নেতা মওদুদ আহমেদ।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুুল ইসলাম কিছু জানেন না বলে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।