বিএনপির সঙ্গে আলোচনা হবে না : হাছান মাহমুদ


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো বাড়িতে ডাকাত পড়লে মালিক ডাকাতের সঙ্গে আলোচনায় বসে না। দেশে এখন ডাকাত পড়ছে, এদের সঙ্গেও আলোচনা হতে পারে না, হবে না। যারা আলোচনার কথা বলছেন, তাদের বলবো আগে বিএনপিকে নাশকতা থামাতে বলুন। এই জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা হবে না।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। হাছান মাহমুদ বলেন, গুলশান এলাকা কূটনৈতিক জোন। এখানে কূটনৈতিকদের আবাসস্থল। খালেদা জিয়ার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাদের জীবন হুমকির মুখে পড়েছে। তাই তাকে এখান থেকে বের করে বাড়ি পাঠিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ডিপ্লোমেটিক জোনে বসে খালেদা জিয়া পেট্রোলবোমা হামলার নেতৃত্ব দিচ্ছেন। ওই এলাকায় অনেক বিদেশী থাকেন। সরকারকে অনুরোধ জানাবো খালেদা জিয়ার গুলশান অফিস ডিপ্লোমেটিক জোন থেকে সরিয়ে তাকে বাড়িতে পাঠান।

ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ব্রিটিশবিরোধী রাজনীতি যারা করতেন, তাদের দেখলে মানুষ শ্রদ্ধায় অবনত হতো। মানুষ সম্মান করতো। আজকে বিএনপি নেত্রীর নেতৃত্বে মানুষ হত্যার রাজনীতি চলছে। ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত চক্র ধ্বংসের রাজনীতি শুরু করেছে। এদের প্রতিহত করতে হবে।
 
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

-আরু

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।