ছাত্রদল নেতা ফেরদৌস মুন্না আটক


প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মুন্নাকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় রাজধানীর পুরানা পল্টন থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরানা পল্টন এলাকায় মুন্না তার নিজ প্রেসের অফিসে কাজ করছিলেন। এসময় সাদা পোশাকধারী ডিবি পুলিশ অফিস থেকে তাকে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসি কৃষ্ণপদ রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি

এমএম/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।