সব লাইন কাটা হবে : হাছান মাহমুদ


প্রকাশিত: ১০:২৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ডিস এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে গুলশানের ওই বাড়ির পানি, গ্যাসসহ সব কিছুর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। হরতাল-অবরোধ প্রত্যাহার দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী হকার্স লীগ আয়োজিত মানববন্ধনের তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে খালেদা জিয়ার কার্যালয়ের শুধু বিদ্যুৎ নয়, সব লাইন কেটে দেওয়া হবে। এটা আজকে জনগণের দাবি। তবে ওই অনুরোধে সাড়া না দিয়ে পরীক্ষা শুরুর একদিন আগে থেকে সারাদেশে অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টার টানা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

নাশকতায় প্রাণহানির জন্য খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় আনা হোক। অন্যথায় জনগণ তাকে ঘেরাও করে আইনের হাতে তুলে দিবে।

সংগঠনের সভাপতি জাকারিয়া হানিফের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ বক্তব্য দেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।