ডিবি কার্যালয়ে রিজভী


প্রকাশিত: ১১:০৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে তাকে বাড্ডা থানা থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর।

জাগো নিউজকে তিনি বলেন, রিজভীকে বিকেল ৪টা ২০ মিনিটে বাড্ডা থানায় হস্তান্তর করে র‌্যাব-১। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকেও ৩ দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ের নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলমান সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার রাত পৌনে ৩টায় রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাব-১ এর একটি দল। এর আগে গত ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অসুস্থ অবস্থায় রিজভীকে আটক করা হয়। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ জানুয়ারি রাতে চুপিসরে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন
বিএনপির এই নেতা।

# রিজভীকে বাড্ডা থানায় হস্তান্তর

জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।